বিকাশ স্টুডেন্ট একাউন্ট হলো যে সকল স্টুডেন্টদের ১৮ বছর হয় নাই বা এনআইডি হয় নাই তাদের জন্ম নিবন্ধন দিয়ে যে বিকাশ একাউন্ট খোলা হয় তাকে বিকাশ স্টুডেন্ট একাউন্ট বলে। বিকাশ স্টুডেন্ট বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুললে সাধারণ বিকাশ একাউন্ট এর মত সকল কার্যক্রম পরিচালনা করা যায়। তাই আজকের পর্বে আপনাদের জানাবো কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন।
১। গ্রাহকের বয়স ১৪ বছর এর
বেশি এবং ১৮ বছর এর কম হতে হবে।
২। মা অথবা বাবার সচল বিকাশ
একাউন্ট নাম্বার।
৩।ডিজিটাল জন্ম সনদ।
৪। আগে বিকাশ একাউন্ট হয় নাই এমন একটি নাম্বার।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য যে বিষয় গুলো খেয়াল রাখতে হবে।
১। জন্ম সনদের ছবি থেকে নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার সংগ্রহ করবে, তা বিকাশ অ্যাপে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী ঠিক করতে হবে।
১। জন্ম সনদের ছবি স্পষ্ট হতে হবে।
৩। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেয়া হবে, তার নাম জন্ম সনদের সাথে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে।
৫। নিজের চেহারার ছবি পর্যাপ্ত আলোর সামনে দাঁড়িয়ে এবং শালীন পোশাক পড়ে ছবি তুলতে হবে।
৪। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেয়া হবে, বিকাশ নাম্বারটি অবশ্যই তার নামে হতে হবে।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ স্টুডেন্ট
একাউন্ট বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য কিছু ধাপ মেনে করতে হবে।
ধাপ১: বিকাশ অ্যাপ লগইন বা রেজিষ্টার এ ক্লিক করুন।
ধাপ২: তোমার নতুন বিকাশ একাউন্ট করার জন্য একটি নতুন মোবাইল নাম্বার দাও।
ধাপ৩: মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোডটি দিন।
ধাপ৪: বিকাশ স্টুডেন্ট একাউন্ট বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য জন্ম সনদ সিলেক্ট করুন।
ধাপ ৫ : আনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদ এর ছবি তুলুন।
ধাপ৬: জন্ম সনদের তথ্য দেখে নিন এবং প্রয়োজনে পরিবর্তন করুন।
ধাপ ৭: কিছু প্রয়োজনীয় তথ্য দিন।
ধাপ৮: নমিনি হিসেবে মা অথবা বাবাকে বেঁচে নিন।
ধাপ ৯: নিজের
মুখ মোবাইলের সামনে ধরুন এবং দিক নির্দেশনা অনুসরণ করেন।
ধাপ১০: তথ্য
সাবমিট এ ক্লিক করুন।
ধাপ১১: মা বাবার
বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন নাম্বারটি দিন।
ধাপ ১২: পিন
নেট করুন।
ব্যস হয়ে হয়ে
গেল আপনার বিকাশ স্টুডেন্ট একাউন্ট বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলা হয়ে গেছে।
আশা করছি ধাপে ধাপে খুব সহজে কিভাবে বিকাশ স্টুডেন্ট একাউন্ট
বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। কোন সমস্যা হলে বিকাশ হেল্প লাইন নাম্বার অথবা কমেন্ট বক্স এর জানান আশা করি সামাধান করে দিব। সাথে থাকার জন্য ধন্যবাদ।