অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি

 

আমাদের প্রতিনিয়ত বাস এর ভ্রমণ করতে হয়। বাস হচ্ছে একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সব চাইতে সহজ মাধ্যম। আমাদের অনেক সময় একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু আমাদের সময় সল্পতার কারণে বাস কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটতে হয় । আবার দেখা যায় যাওয়ার পূর্বক্ষণে গিয়ে বাসের টিকেট পাওয়া যায় না। তাই এই সমস্যা এড়াতে আমরা অনেক সময় খোঁজ করি কিভাবে অনলাইনে বাসের টিকিট বুকিং করার সহজ পদ্ধতি রয়েছে কিনা । আজকের পর্বে আপনার কি ভাবে ঘরে বসে কয়েক মিনিটের মধ্য অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন এবং কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক..

 

আজকের পর্বে আপনার কি ভাবে ঘরে বসে কয়েক মিনিটের মধ্য অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন এবং কিভাবে অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।


অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং এর  নিয়ম

অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং এ্রর জন্য সবচাইতে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে SHOHOZ.COM  এই সাইটে আপনি বাসের টিকিট, লঞ্চ, বিমান. ট্রেইন ও ইভেন্ট এর জন্য টিকিট বুকিং করতে পারবেন। এটি বাংলাদেশের সব চেয়ে বড়[ অনলাইন টিকিট বিক্রির মাধ্যম । যার মাধ্যমে ঘরে বসে সকল প্রকার অনলাইন টিকিট বুকিং করতে পারবেন খুব সহজে।

আমাদের অনলাইলে বাসের টিকিট কাটার জন্য কয়েটি ধাপ অনুসরণ করতে হবে । ধাপগুলো হল ।

ধাপ১. প্রথকে গুগলে সার্চ  করুন SHOHOZ.COM  অথাবা এখানে ক্লিক করুনএখানে ক্লিক করুন

ধাপ২. অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং এর জন্য ‍Shohoz Bus এ ক্লিক করুন।


অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি


ধাপ৩. এখানে “From” এর ঘরে কোথায় থেকে যাবেন সিলেক্ট করুন ”To” এর ঘরে কোথায় যাবেন সিলেক্ট করুন ”Date of journey”  কত তারিখ যাবেন সিলেক্ট করুন।  আপনি যদি রিটার্ন টিকিট কিনতে চান ”Date of Return” এর ঘরে ডেট সিলেক্ট করুন আর যদি শুধু যেতে চা চান তাহলে খালি রাখুন।  এবং “Search Buses” ক্লিক করুন।


অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি




ধাপ৪. এখানে আপার সিলেক্ট করা নিদিষ্ট দিনের বাস এর লিষ্ট আসবে আপার পচন্দ মত এসি, নন এসি, স্লিপার  যে বাস এর ভ্রমণ করতে চাচ্ছেন এবং বাস ছাড়ার সময় এবং ভাড়া দেখে  বাস সিলেক্ট করুন।  সর্বশেষে “View Seats” এ ক্লিক করুন।



অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি


অথবা আপনার পচন্দ অনুয়াযী ফিল্টার করে নিন।

এখানে বাসের ধরণ, কোথায় থেকে উঠবেন, কোথায় নামবেন, বাসের এর টাইম, ভ্রমন এর টাইম সিল্কে করে “APPLY” বাটন এ ক্লিক করুন।


অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি



ধাপ ৫. আপনার পচন্দমত বাসের সিট সিলেক্ট করুন। এবং কোথায় বাসে উঠবেন সিলেক্ট করুন । তারপর “Continue” বাটন এ ক্লিক করুন।


অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি


অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি

ধাপ ৬. আপনার নাম , জেন্ডার , মোবাইল নাম্বার এবং ই-মেইল দিন।   এবং আপনার টিকিট এ সকল তথ্য পুনরায় দেখে নিন। এবার নিচের দিকে নামুন ।

অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি


ধাপ ৭. এই ধাপে আপনাকে টিকিট বুকিং এর টাকা পরিশোধ  করতে হবে। তার জন্য যে কোন একটি মাধ্যম সিলেক্ট করুন । তারপর “PROCEED TO PAY” এ ক্লিক করুন । এবং মোবইল ব্যাংকিং একাউন্ট নাম্বার দিন তারপর আপনার মোবাইলে যাওয়া ওটিপি দিন , সর্বশেষ আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট এর পিন নাম্বার দিন।

অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি


ধাপ৮. আপনার টিকিটটি ডাউলোড করুন।

 

ব্যস। আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যম খুব সহজে অনলাইনে বাসের টিকিট বুকিং করে ফেলেছেন। এখন নিদিষ্ট টাইম এর পিকআপ পয়েন্টে এর যাবেন। আপনার সিলেক্ট করা বাসে উঠে যাত্রা করুন।

আশা করছি আপনাদের খুব সহজে  ঘরে বসে অনলাইনে বাসের টিকিট কাটা বা বুকিং করার সহজ পদ্ধতি ও নিয়ম  জানিয়েছি। এর মাধ্যমে আপনি অনলাইনে বাসের টিকিট কাটতে বা বুকিং করতে পারবেন। কোন প্রকার সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন অথবা সহজ.কম এর হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন।