পৃথীবিতে সব চাইতে নিরাপদ এবং কম ঝুকিঁপূর্ণ যানবাহন ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে ট্রেন। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেন এর ভ্রমণ করতে চাই । কিন্তু সময়মত ট্রেন এর টিকিট পাওয়া যায় না। এছাড়াও আমাদের আগে রেল বা ট্রেন এর টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনে যেতে হয় যা আমাদের জন্য সময় এবং কষ্টকর হয়ে থাকে। আবার ঈদের আগে রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটা বা বুকিং করা সম্ভব হয় না। বর্তমানে সকল টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে । তাই আমারা ট্রেনের অগ্রিম অনলাইনে টিকিট বুকিং বা কাটতে পারি খুব ঘরে বসে অনলাইনের মাধ্যমে । আমরা অনেকে জানি না কিভাবে ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনের বুকিং বা কাটতে পারি। তাই আজকে আপনাদের জানাবো কিভাবে ঘরে বসে মোবইল বা কম্পিউটার এর মাধ্যমে ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন এ যেভাবে বুকিং বা কাটবেন। তাহলে শুরু করা যাক।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট বুকিং বা কাটার নিয়ম।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট
বুকিং বা কাটার জন্য আমাদের কিছু ধাপ এ কাজ করতে হবে। নিচের ধাপ গুলো লক্ষ্য করুন।
ধাপ ১. প্রথমে এখানে ক্লিক করুন।
ধাপ২. থ্রি লাইনে ক্লিক করুন।
ধাপ ৩. আপনার যদি একাউন্ট রেজিষ্টিশন করা না থাকে তাহলে রেজিষ্টিশন এ ক্লিক করুন । আর যদি রেজিষ্টিশন করা থাকে তাহলে ধাপ৫ থেকে শুরু করুন।
ধাপ ৪. প্রথম বক্সে আপনার মোবাইল নাম্বার দিন, দ্বিতীয় বক্সে এনআইডি দিন, তৃতীয় বক্সে জন্ম তারিখ দিন এবং ভেরিফাই এ ক্লিক করুন। তারপর মোবাইল মেসেজের ওটিপি দিয়ে রেজিষ্টিশন সম্পূর্ণ করুন এবং পাসওয়ার্ড সেট করুন।
ধাপ ৫. লগইন এ ক্লিক করুন।
ধাপ৬. মোবইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করুন।
ধাপ ৭. ফরমটি পূরণ করুন । ফরমটি যে ভাবে পূরণ করবেন, “From Station” এর বক্সে যেখান থেকে যাবেন তা সিলেক্ট করুন । “To Station” এর বক্সে যেখানে যেতে চাচ্ছেন সিলেক্ট করুন । “Date of Journey” বক্সে কোন তারিখ এ যেতে চাচ্ছেন ক্লিক করুন। “Choose a Class” কোন ধরণের ট্রেন এর যেতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। তারপর “ Search Trains” এ ক্লিক করুন।
ধাপ ৮. এই ধাপে নিদিষ্ট তারিখে যাওয়া ট্রেনগুলো লিষ্ট দেখাবে। আপনি আপনার পচন্দ ও প্রয়োজন অনুযায়ী ট্রেন ছাড়ার সময় , টিকিট এর দাম ইত্যাদি তথ্য দেখে একটি সিট সিলেক্ট করুন এবং BOOK NOW এ ক্লিক করুন।
ধাপ.৯ একটু নিচের দিকে আসুন এবং আপনার পচন্দ অনুযায়ী খালি থাকা সিট থেকে সিট সিলেক্ট করুন ।
ধাপ ১০. একটু নিচের দিকে আসুন এবং কোন স্টেশন
থেকে উঠবেন তা সিলেক্ট করুন। তারপর কন্টিনিউ
পারসের্স এ ক্লিক করুন।
ধাপ ১১. আপনার মোবাইলে আসা ওটিপি দিন।
ধাপ ১২. আপনার টিকিট এর সকল তথ্য দেখে নিন।
ধাপ ১৩. যে কোন একটি পেমেন্ট অপশন সিলেক্ট করুন এবং প্রসেস টু পেমেন্ট এ ক্লিক করুন।
ধাপ ১৪. আপনার মোবাইল একাউন্ট নাম্বার দিন। তারপর আপনার মোবাইলে আসা ওটিপি দিন। তারপর আপনার মোবাইল একাউন্ট এর পিন দিন এবং কনফার্ম এ ক্লিক করুন।
ধাপ ১৫. আপার টিকিট টি ডাউনলোড করে নিন।
ব্যস আপনার অনলাইনে অগ্রিম
ট্রেনের টিকিট বুকিং বা কাটা হয়ে গেছে এখন
নিদিষ্ট সময়ে গিয়ে আপনার যাত্রা শুরু করুন।
আশা করছি আপনাদের কিভাবে আপনার অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বুকিং বা কাটাবেন তা বিস্তারিত ভাবে জানাতে পারছি
। কোন প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন। এবং আপনার সমস্যা কমেন্ট বক্সে জানাতে পারেন। অথবা সহজ.কম এর হেল্পলাইন নাম্বারে
যোগাযোগ করতে পারেন।