সার্বজনীন পেনশন হলো বাংলাদেশ সরকারের অবসরভাতা উদ্যোগের একটি ব্যবস্থা। একজন আবেদনকারীর বয়স এবং পেশার ধরণের উপর নির্ভর করে । এই সুবিধারটি সকলের জন্য সমান। যদি আবদের করার মত বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কেউ পেনশন দাবি করতে পারে। এটির কয়েকটি প্যাকেজ রয়েছে যা পেশা অনুযায়ী আলাদা হয়ে থাকে। প্যাকগুলো হলো প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা প্রত্যয়।
সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা গুলো কি কি?
১. সর্বজনীন পেনশন স্কিমে ১৮
থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। তবে, বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ
নাগরিকগণও ১০ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।
২. ব্যাংকে সরাসরি গিয়ে, মোবাইল
ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে এবং ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার
করে চাঁদার টাকা জমা দেওয়া যাবে।
৩. চাঁদার টাকা ট্রেজারি বন্ডসহ
নিরাপদ কার্যক্রমে বিনিয়োগ করা হবে।
৪. প্রবাস থেকে বৈদেশিক মুদ্রায়
প্রেরিত চাঁদার ২.৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে। এ প্রণোদনার অর্থ তার চাঁদা হিসেবে
জমা হবে।
৫. আবেদনের সময় চাঁদাদাতার
ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
৬. প্রবাসী স্কিমে অংশগ্রহণকারীগণ
ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রায় মাসিক চাঁদার
টাকা জমা দিবেন
৭. মাসিক পেনশন বাবদ প্রাপ্ত
অর্থও আয়কর মুক্ত থাকবে।
৮. নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে, যার বিপরীতে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি প্রদান করা হবে।
৯. মোবাইল নম্বর ও প্রবাসীদের ইমেইলের মাধ্যমে ইউনিক
আইডি নম্বর, চাঁদার হার এবং মাসিক চাঁদা প্রদানের তারিখ অবহিত করা হবে।
১০. সোনালী ব্যাংকের প্রতিটি
শাখা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সম্মুখ অফিস হিসেবে কাজ করবে।
১১. পেনশন স্কিম ও চাঁদার হার
যেকোনো সময় পরিবর্তন করা যাবে। তবে, পেনশনার আইডি অপরিবর্তিত থাকবে।
১২. পেনশনের টাকা তোলার জন্য কোনো অফিসে যেতে হবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেনশন স্বয়ংক্রিয়ভাবে জমা হবে।
পেনশন স্কিম পরিচিতি
প্রগতি স্কিম
বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য এ সুবিধা। প্রাতিষ্ঠানিকভাবে অথবা নিজ উদ্যোগে এককভাবে এ স্কিমে যুক্ত হওয়া যাবে। প্রতিষ্ঠান হিসেবে যোগ দিলে স্কিমের চাঁদার ৫০ শতাংশ কর্মী এবং বাকি অংশ প্রতিষ্ঠান দিবে। মাসিক চাঁদার হার ২০০০, ৩০০০ ও ৫০০০ টাকা।
সার্বজনীন পেনশন স্কিম এর প্রগতি স্কিম এ আবেদন করার নিয়ম
সমতা স্কিম
দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী
(যাদের আয়সীমা বাৎসরিক অনুর্ধ্ব (৬০ হাজার টাকা) স্বল্প আয়ের নাগরিক- গণের জন্য এ
স্কিম। সমতা স্কিমে মাসিক চাঁদার হার ১০০০ টাকা। যার মধ্যে চাঁদাদাতা জমা দিবেন ৫০০
টাকা এবং বাকি ৫০০ টাকা দিবে সরকার।
সার্বজনীন পেনশন স্কিম এর সমতা স্কিম এ আবেদন করার নিয়ম
প্রবাস স্কিম
বিদেশে অর্জিত অর্থ থেকে নিরাপদ সঞ্চয়ের লক্ষ্যে প্রবাস
স্কিমে চাঁদা প্রদান করলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
প্রবাস স্কিমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় চাঁদা প্রদানে
২.৫ শতাংশ প্রণোদনা পাবেন। এ প্রণোদনার অর্থ তার চাঁদা হিসাবে জমা হবে;
প্রবাস স্কিমে অংশগ্রহণকারী প্রবাসী কর্মী ডেবিট কার্ড ও
ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই সোনালী ব্যাংকের নির্ধারিত এ্যাকাউন্টে চাঁদার অর্থ
জমা দিতে পারবেন।
পেনশন প্রাপ্তির ক্ষেত্রে চাঁদাদাতাকে কোন অফিসে আবেদন করতে
হবে না । নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা প্রদান করলে ৬০ বছর পূর্তিতে স্বয়ংক্রিয়ভাবে
EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে তার ব্যাংক একাউন্টে মাসিক পেনশনের টাকা
জমা হবে।
প্রবাস স্কিমে অংশগ্রহণকারী প্রবাসী কর্মী দেশে ফেরত আসলে
অন্য স্কিমে (প্রগতি, সুরক্ষা) চাঁদাদাতা হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
প্রবাস স্কিমে অংশগ্রহণকারী চাঁদাদাতা ০৩ মাস, ০৯ মাস ও ১২ মাসের চাঁদা একসাথে জমা প্রদান করতে পারবেন।
প্রবাস আয় থেকে দেশে প্রেরিত অর্থের বৃহৎ অংশ সাংসারিক প্রয়োজনে
ব্যয় হয়। প্রবাস পেনশন স্কিমে অংশগ্রহণ করলে প্রবাসী কর্মী একটি নির্দিষ্ট পরিমাণ
অর্থ সঞ্চয় করে ভবিষ্যতে যখন কর্মহীন হবে তখন এ অর্থ ব্যয় করতে পারবে।
প্রবাসী কর্মী নিজ নামে অনলাইনে রেজিষ্ট্রেশন করে এ স্কিমে
অংশগ্রহণ করবে, তাই এ কার্যক্রমে ৩য় কোন ব্যক্তির হস্তক্ষেপ থাকবে না।
যেহেতু সর্বজনীন পেনশন স্কিমে নমিনী রাখার সুযোগ রয়েছে তাই
কোন কারনে প্রবাসী চাঁদাদাতা মৃত্যুবরণ করলে জমাকৃত সকল অর্থ মুনাফাসহ নমিনীকে ফেরত
প্রদান করা হবে।
সার্বজনীন পেনশন স্কিম এর প্রবাস স্কিম এ আবেদন করার নিয়ম
সুরক্ষা স্কিম
স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য এ স্কিম। কৃষক, রিকশাচালক,
শ্রমিক, কামার, কুমার, জেলে, গৃহিণী, তাঁতিসহ সব অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তিগণ
নির্ধারিত হারে চাঁদা প্রদান করে এ জিমে যুক্ত হতে পারবেন। মাসিক চাঁদার হার ১০০০,
২০০০, ৩০০০ ও ৫০০০ টাকা।
সার্বজনীন পেনশন স্কিম এর সুরক্ষা স্কিম এ আবেদন করার নিয়ম
সার্বজনীন পেনশন স্কিম এর আবেদন ফরম
আজকের পর্বে আপনাদের মাঝে তুলে ধরলাম সার্বজনীন পেনশন স্কিম কি? কেন? কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভাবে। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ